গত ১৪ ফেব্রুয়ারী জইশ জঙ্গীর আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলওয়ামা৷ শহীদ হয়েছিলেন ৪৪ জন জওয়ান৷ তাঁদের সহকর্মীরা চোখের জল এবং মনের দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এই আত্মত্যাগ বিফলে যাবে না৷ আজ ছিল কথা রাখার পালা৷ ঠিক ১২ দিনের মাথায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান।
সূত্রের খবর আজ ভোর সাড়ে তিনটে নাগাদ বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয় জঙ্গি ক্যাম্পগুলির উপর। যে উদ্দেশ্য নিয়ে স্ট্রাইক করেছিল ভারত তা পুরোপুরি সফল৷
পূর্বপরিকল্পিত ভাবেই এই অভিযান চালানো হয়। সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢোকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুম আলফা-৩।
যদিও বা এই ঘটনার সত্যতাকেই অস্বীকার করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে৷ কিন্তু বেশ অনেকজন জঙ্গী নিকেশ হয়েছে এমনটাই সূত্রের খবর৷ ভারতীয় সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷