দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বাসস্ট্যান্ড হল গড়িয়ার ৫ এবং ৬ নম্বর বাসস্ট্যান্ড। উত্তর, পূর্ব, মধ্য কলকাতাকে দক্ষিণ কলকাতার সঙ্গে জুড়ে দেয় এই যোগাযোগ মাধ্যম। এই ৬ নম্বর বাসস্ট্যান্ডটিকে নতুনভাবে সাজানোর জন্য পুরোদমে কাজ শুরু হয়ে গেছে।
রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তে এই নয়া পরিকল্পনা কার্যকর হলে, সরকারি বাসস্ট্যান্ডের পাশাপাশি নির্মীয়মাণ দোতলা পার্কিংলটে রাখা যাবে ছোট বেসরকারি গাড়ি। ওই চত্বরেই তৈরি হবে একাধিক রেস্তোরাঁ ও বিপণি। শহরের বাসস্ট্যান্ডগুলোকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো গেলে রাজকোষ সমৃদ্ধ হবে। ধারাবাহিক লোকসানে চলা পরিবহণ নিগমকে উন্নত করতেই এই ভোলবদল। ছোট গাড়ি পার্কিং-এর ফলে যেমন আয় হবে তেমনই বিপণিগুলো থেকে মাসে মাসে আয় হবে।
সূত্রের খবর অনু্যায়ী, এই বাসস্ট্যান্ডে চারটি সারিতে, তিনটি করে মোট ১২টা সরকারি বাস দাঁড়াতে পারবে। অতিরিক্ত বাসগুলোকে ৫ নম্বর বাসস্ট্যান্ডে রাখা হবে। এর পাশাপাশি ৫ নম্বর স্ট্যান্ডে ব্যাটারিচালিত বাসের চার্জিং পয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে।
অন্যদিকে, শহরকে সবুজ ও দূষণ মুক্ত করতে মুখ্যমন্ত্রী কলকাতায় ই-বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। শহর ও শহরতলির বুকে সেই ব্যাটারিচালিত বাস দাপিয়ে বেড়াবে। সেই বিকল্প জ্বালানির জোগান দিতে একাধিক সরকারি বাস ডিপোতে তৈরি হবে চার্জিং পয়েন্ট।