কিছুদিন আগেই কেন্দ্রের নিজের স্বার্থে সিবিআইকে ব্যবহার করার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই রাজ্যে নিজের ইচ্ছায় চলতে পারবে না সিবিআই, আইন মেনে সিবিআইকে রাজ্যের আগাম অনুমতি নিয়েই কাজ করতে হবে৷ কিন্তু নিয়ম লঙ্ঘন করে অনৈতিকভাবে ফের রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে সিবিআই৷
কেন্দ্রের অর্ডিন্যান্স অনুযায়ী, এখন থেকে দেশের কোনও রাজ্যে অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা হলে তার তদন্ত করবে সিবিআই-ই৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই অনৈতিক সিদ্ধান্তের কাছে কোন রাজ্যই নতি স্বীকার করেনি৷
কেন্দ্রের এই অন্যায্য সিদ্ধান্ত রাজ্যগুলির কাছে কতটা মান্যতা পাবে তা নিয়েই এখন জল্পনা চলছে৷ তবে কেন্দ্রের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ষড়যন্ত্রের ফাঁদে যে মমতা বন্দ্যোপাধ্যায় পা দেবেন না, তা আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি৷