দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে শ্রীনগর থেকে সরল ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ।
জঙ্গী হানার পর নিরাপত্তাজনিত কারণে শ্রীনগরে ২৮ ফেব্রুয়ারি রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল ইস্টবেঙ্গল। সোমবার দিল্লিতে আই লিগ কমিটি সেই ম্যাচ শ্রীনগরের বদলে দিল্লিতে সরিয়ে দিয়ে ইস্টবেঙ্গল শিবিরে সাময়িক স্বস্তি আনলেও, নিজেরা ঘরের মাঠে আইজলের সঙ্গে ড্র করে চাপে থাকল আলেসান্দ্রো বাহিনী। ইস্টবেঙ্গল-রিয়েল কাশ্মীর ম্যাচের দিন অবশ্য অপরিবর্তিত থাকছে। ম্যাচ দিল্লিতে সরা নিয়ে ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রোর প্রতিক্রিয়া, ‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়। তাতে ফুটবলারদের খেলার থেকেও বেশি মন থাকত অন্য ব্যাপারে। এখন দিল্লিতে ম্যাচ হওয়ায় শুধু খেলাতেই ফোকাস করতে পারবে।’
উল্লেখ্য, কাশ্মীরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল গত ১০ ফেব্রুয়ারি। কিন্তু, প্রবল তুষারপাতের জেরে তা প্রথমে ভেস্তে যায়। ২৮ ফেব্রুয়ারি রি-প্লে দেয় ফেডারেশন। সেইমতো ম্যাচের আগের দিন শ্রীনগর পৌঁছনোর কথা ছিল লাল-হলুদ ফুটবলারদের। মাঝেও ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডের পর সম্পূর্ণ বদলে যায় কাশ্মীরের পরিস্থিতি।