পুলওয়ামায় জঙ্গী হামলার ঠিক ১২ দিনের মাথায়, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পাল্টা জবাব দিল ভারতের বায়ুসেনা৷ আজ নিয়ন্ত্রণ রেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গী ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার বিমান। খবর পাওয়া মাত্রই এই সফল বিমান হামলার তারিফ করে ভারতীয় বায়ুসেনাকে প্রশংসায় ভারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন, ‘আইএএফ-এর অর্থই হল ইন্ডিয়াস অ্যামেজিং ফাইটার্স। জয় হিন্দ।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৩.৩০ মিনিট থেকে টানা ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে-তে অবস্থিত পাক জঙ্গী ঘাঁটিগুলিতে ১২টি মিরাজ–২০০০ যুদ্ধবিমান নিয়ে অভিযান চালিয়েছে বায়ুসেনা। বায়ুসেনার দাবি, লঞ্চ প্যাডগুলি খালি করতে পারলেও প্রশিক্ষণ শিবির খালি করতে পারেনি জঙ্গিরা। কমপক্ষে ৩০০ জঙ্গি নিকেশ হয়েছে। ভারতীয় বায়ুসেনার অভিযানের কথা স্বীকার করে নিয়েছেন পাক সেনাপ্রধানও।
মমতার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু মারাঠা স্ট্রং ম্যান তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারও। টুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
উল্লেখ্য, পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গী হামলার ঘটনা নিয়ে গতকালও তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে মোদী সরকারের সমালোচনা করেছিলেন মমতা। অন্যদিকে, চাপ ছিল অন্যান্য বিরোধী দলগুলির দিক থেকেও। তৃণমূল-সহ বাকি বিরোধীদের দিক থেকে আসা চাপের ফলে একপ্রকার বাধ্য হয়েই কেন্দ্র এই বিমান হামলার সিদ্ধান্ত নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।