পুলওয়ামায় জঙ্গী হামলার পর গোটা দেশেই জ্বলছে ক্ষোভের আগুন। সেইসঙ্গে দেশজুড়ে উঠেছে পাক বয়কটের ডাক৷ ইতিমধ্যেই পাক-শিল্পীদের বয়কট করেছে বলিউড। তবে সমস্ত ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের ডাক দিয়েছে একটা মহল৷ যার প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। ফলে আসন্ন বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবিতে যেমন সরব হয়েছেন অনেকে, তেমনি দেশের একাধিক স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাক ক্রিকেটারদের ছবি।
উল্লেখ্য, মোহালি, ধরমশালা, নাগপুর, মুম্বই ক্রিকেট স্টেডিয়াম থেকে পুলওয়ামায় জঙ্গী হামলার পরপরই সরানো হয়েছিল ছবি। গোটা দেশেই প্রায় এই একই ছবি দেখা গেলেও, ব্যতিক্রমী নাম ইডেন গার্ডেন্স। যা নিয়ে রীতিমত বিক্ষুব্ধ হয়ে পড়েছিল রাজ্য বিজেপি। শনিবারই তারা বিক্ষোভ দেখিয়েছিল ইডেনের সামনে। তবে বেশ কয়েকজন বিক্ষোভকারিকে আটক করে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অন্যদিকে, এই বিক্ষোভের পরেও যে ছবি না সরানোর সিদ্ধান্তই বহাল থাকবে তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইডেন থেকে ইমরান খান বা ওয়াসিম আক্রমদের ছবি সরানোর কোনও প্রশ্নই ওঠে না।
সৌরভের কথায়, ‘এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। যা বলার বা সিদ্ধান্ত নেওয়ার আগেই নিয়ে নয়েছি। সেই সিদ্ধান্ততেই আমরা অটল থাকব।’ তিনি যে ইমরান, আক্রমদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ছবি সরানোর পরিপন্থী এবং এক্ষেত্রে গেরুয়া শিবির বা ‘দেশপ্রেমিক’দের কোনও রকম বিক্ষোভকেই আমল দেবেন না, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন ‘প্রিন্স অফ কলকাতা’।