এ যেনো টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস বদলে দেওয়া এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব! দেরাদুনে আয়ারল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটের রেকর্ড বই ওলটপালট করে দিলো আফগানিস্তান।
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল আফগানিস্তান। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ার পাশাপাশি বিশ্বরেকর্ড জুটি। আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন আফগানিস্তানের দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই এবং উসমান গনি। ডানহাতি-বাঁহাতি দুই ব্যাটসম্যান মিলে লিখেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জুটির নতুন রেকর্ড। দুজনের ব্যাট থেকে ১৭.৩ ওভারে আসে ২৩৬ রান। জাজাই মেরেছেন ১৬ ছক্কা আর ১১ চার। সঙ্গী ঘানি ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে মারেন ৭ চার আর ৩ ছক্কা।
গতকাল শনিবার সন্ধ্যায় দেরাদুনে আগে ব্যাটিং নিয়ে জাজাইর ৬২ বলে ১৬২ রানের ঝড়ে ২০ ওভারে রেকর্ড ২৭৮ রান করে আফগানরা। জবাবে আয়ারল্যান্ড পুরো ওভার খেলে থেমেছে ১৯৬ রানে। ৮৪ রানের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে জিতে নিয়েছে আফগানরা।
২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার করা ৩ উইকেটে ২৬৩ রানকে ছাড়িয়ে আফগানিস্তান গড়ল নতুন বিশ্বরেকর্ড। ২৭৮ রান করার পথে নিজেদের আগের ২৩৩ রানকে অনেক পেছনে ফেলে যায় আফগানিস্তান।
পাহাড় সমান রান তাড়া করতে কেভিন ওব্রায়েন ও পল স্টার্লিং মিলে ১২৬ রানের জুটি গড়েন ১১ ওভার ৫ বলে। তবে রশিদ খান, মুজিব-উর-রহমানদের পিটিয়ে অত দূর যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।