মাত্র কিছুদিন আগেই সক্রিয় রাজনীতির ময়দানে এসেছেন প্রিয়াংকা গান্ধী৷ অভিজ্ঞ নেত্রীর মতই দক্ষ হাতে সামলাচ্ছেন সব দায়িত্ব৷ এবার জল্পনা তৈরী হচ্ছে রবার্ট বঢরাকে ঘিরেও৷ মনে করা হচ্ছে তিনিও রাজনীতিতে যোগদান করতে চলেছেন৷
জল্পনার উৎস একটি ফেসবুক পোস্ট৷ কয়েকদিন আগেই রবার্ট তার ফেসবুকে লিখেছেন মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বেশ ভাইরালও হয় সেই পোস্টটি৷ তারপরেই রবার্ট বঢরার সক্রিয় রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করার পাশাপাশি প্রিয়াংকা দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশ পূর্বের। প্রিয়াঙ্কা গান্ধীর নাম যেদিন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয় তারপরেই রবার্ট ভদ্রকে জেরা করা নিয়ে তৎপর হয় ইডি। সেদিন ইডির দপ্তরে রাবার্টকে পৌঁছে দিয়ে প্রচ্ছন্নে বিজেপিকে বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক পদে যোগদানের পর উত্তর প্রদেশ নিয়ে যেভাবে তৎপর হয়েছেন তিনি, তাতে যোগী এবং তাঁর দলবল একটু চাপেই পড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে যেভাবে জল্পনা বাড়ছে, তাতে হয়তো রবার্টের রাজনীতিতে আসা শুধুই সময়ের অপেক্ষা৷