অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারানোর স্মৃতি বিরাট কোহলিদের মনে এখনো টাটকা। এমনই অবস্থায় সংক্ষিপ্ত ফরম্যাটে ফের মুখোমুখি দুই দল। এবার লড়াইটা ভারতের মাঠে। প্রথমেই দুই ম্যাচের টি২০ সিরিজ। আজ বিশাখাপত্নমে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই শক্তিশালী দল। ঘরের মাটিতে দুই টি২০ ও পাঁচ ওয়ানডে খেলবে ভারত। বিশ্রাম কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। আর দুটি মাত্র ছক্কা হাঁকালে ক্রিস গেইল এবং মার্টিন গাপটিলকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়বেন ‘হিটম্যান’ রোহিত শর্মা (১০২)। ইংল্যান্ড বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরমেটের নিজেদের শেষ সিরিজ বলে কোহলিদের ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ।
এখন অবধি ৭টি টি-২০ সিরিজ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ৩টিতে ভারত ও ১টিতে জয় পায় অসিরা। বাকী ৩টি সিরিজ ড্র হয়। টি-২০তে ১৮বারের লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ১১টি ম্যাচ জিতেছে তারা। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার জয় ৬টিতে। গেল নভেম্বরে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের সিরিজ খেলে ভারত। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ঐ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৪ রানে জিতে অস্ট্রেলিয়া। দ্বিতীয়টি বৃষ্টি আইনে পরিত্যক্ত হয়। তৃতীয়টিতে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।