আজ থেকে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। ২ মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। সিরিজের ফলাফল কি হতে পারে সেই নিয়ে নিজের মতামত দিলেন দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। ভারতের উপরেই বাজি ধরছেন তিনি। তিনি বলেছেন, এই ভারতীয় দল অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেবে। ভাজ্জির কথায়, ‘ভারতের পুরো দলটাই রয়েছে। কেউ নতুন প্লেয়ার নয়। এই ভারতীয় দলকে হারানো খুব শক্ত। টিম ইন্ডিয়া নিজের ক্ষমতার ৬০ শতাংশ খেললেও একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪–১ ব্যবধানে হারাবে।’ আসন্ন সিরিজে ফিরছেন জসপ্রীত বুমরা। ডেথ ওভারে বুমরার রিভার্স সুইং অসিদের সমস্যায় ফেলবে বলেই মনে করেন হরভজন। বলেছেন, ‘জসপ্রিত বুমরা দলে ফিরেছে। যা ভারতের কাছে প্লাস পয়েন্ট। পুরনো বল দারুণ রিভার্স সুইং করাতে পারে বুমরা। যা খেলা খুব শক্ত। টিম ইন্ডিয়ার সেরা ক্রিকেটাররাই এই সিরিজে থাকছে। তাই আমার বিশ্বাস ভারত একদিনের সিরিজটা ৪–১ ব্যবধানে জিতে নেবে।’
এমনিতেই অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট এবং একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত। টি২০ সিরিজ ড্র হয়েছিল। তাই ঘরের মাঠে ভারত যে ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না।
