পুলওয়ামাতে বিস্ফোরণের পর থেকেই দেশজুড়ে বিভিন্ন জায়গাতে কাশ্মীরিদের অপর অত্যাচার চলছে। সেই তালিকায় নাম যোগ হল পুণের। পুণেতে বসবাসকারী এক কাশ্মীরি সাংবাদিককে কয়েকজন স্থানীয় যুবক মারধোর করে বললেন, “তোকে কাশ্মীরে পাঠিয়ে দেব”।
সূত্রের খবর, পুণের কিছু স্থানীয় যুবকরা এক যুবককে মারধর করেছে। কারণ তারা জানতে পারে যে ওই যুবক কাশ্মীরি। পুণের স্থানীয়রা ওই কাশ্মীরি যুবককে মারতে মারতে হুমকি দিয়ে বলে, ‘তোকে কাশ্মীরে পাঠিয়ে দেব।’ বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ তিলক রোড সংলগ্ন গিরিজা হোটেলের কাছে মাঝরাস্তায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ২৩ বছরের ওই যুবকের নাম জিব্রান নাজির দার। তিনি গত দেড় বছর ধরে পুণেতে রযেছেন এবং তিনি একটি সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত। জিব্রানের বাঁ হাত ও গোটা শরীরে গুরুতর আঘাত লেগেছে।
ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জিব্রান বলেন, ‘আমি বাইকে করে তিলক রোড দিয়ে আসছিলাম। গিরিজা হোটেলের সামনে রেড সিগন্যালে আমি দাঁড়াই। বেশ কিছু যুবক বাইক নিয়ে এসে ক্রমাগত আমার পেছনে দাঁড়িয়ে হর্ন মারতে থাকে। আমি তাদের জানাই যে সিগন্যাল লাল রয়েছে তাই আমি সরব না। ওই যুবকরা আমার বাইকের নম্বর প্লেট দেখে, যা হিমাচল প্রদেশের ছিল। তারা আমার কাছে এসে হুমকি দেয় যে আমি যদি তর্ক করি তবে আমায় তারা হিমাচল প্রদেশে পাঠিয়ে দেবে। আমি তখন তাদের জানাই যে আমি হিমাচলের নয়, জম্মু–কাশ্মীরের।’ কাশ্মীরি যুবক জানান, তাঁর কাশ্মীরি হওয়া শুনে আচমকা যুবকরা আরও ক্ষেপে যায় এবং বাইক থেকে নেমে কিছু বোঝার আগেই তাঁকে মারতে শুরু করে। এরপরে কোনমতে তিনি অভিযুক্ত যুবকদের বাইকের নম্বর লিখতে সক্ষম হন এবং পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত যুবকরা ধরা পড়েনি এখনও।