‘টিন্ডার’-এ পরিচয়, গল্প, মাঝে হঠাৎ করেই ঝামেলা। আর সেই ঝামেলার জেরেই এক মহিলা গোটা রাষ্ট্রপতি ভবন উড়িয়ে দেবেন, ভারতের রাজধানীতে ঘটাবেন পরমাণু বিস্ফোরণ! ভাবনার ব্যাপার। সম্প্রতি ৩০ বছর বয়সি এক ব্যক্তি দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন। জানান ডেটিং অ্যাপে এক মহিলার সঙ্গে কথা বলার সময় ওই মহিলা ফোনে তাঁকে এহেন হুমকি দিয়েছেন।
এরপরই দিল্লি পুলিশের গোয়েন্দা দফতরের এক বিশেষ দল জেরা করেন ওই ব্যক্তিকে। লক্ষীনগরের বাসিন্দা ওই ব্যক্তি পুলিশকে এ কথাই জানান। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই মহিলার সঙ্গে কথা বলছিলেন। সম্প্রতি তাঁদের কোনো কারণে ঝগড়া হয়। এরপরই হুমকির সুরে মহিলা বলেন, “তুমি জান না আমি কে? দিল্লিতে পরমাণু বোমা বিস্ফোরণ বা রাষ্ট্রপতি ভবন বিস্ফোরণে উড়ে গেলে বুঝতে পারবে আমি কে”। এরপরই মহিলার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ওই ব্যক্তি। সেই রাতেই পুলিশকে জানান সমস্তটা। মহিলার খোঁজে তদন্ত চলছে। যদিও পুলিশের দাবী মহিলা মানসিক আক্রান্ত তাঁর চিকিৎসা চলছে। তবুও ব্যাপারটিকে হালকা ভাবে নিতে নারাজ পুলিশ আধিকারিকরা।