উপত্যকার ১৮ ছোট-বড় বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নেওয়ার পর এবার আরও কড়া হল প্রশাসন। আটক করা হল জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিককে।
শুক্রবার গভীর রাতে ইয়াসিন মালিকের বাড়িতে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তারপরেই তাঁকে আটক করে শ্রীনগরের কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়। ইয়াসিন মালিকের এই গ্রেপ্তারি থেকেই পরিষ্কার, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, উপত্যকায় জোরদার তল্লাশীর জন্য পুলিশ ও আধাসেনাকে তৈরি থাকতে বলা হয়েছে। এর জন্য উপত্যকায় আধাসেনা পাঠানো শুরু হয়েছে।
প্রসঙ্গত, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ৮ দিন পর এই প্রথম কোনও নেতাকে গ্রেপ্তার করা হল। এর আগে বিচ্ছিন্নতাবাদী নেতাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা কিংবা দেহরক্ষী দেওয়া হয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছিল। এদিকে, সোমবারই সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৫এ ধারা নিয়ে শুনানি রয়েছে। তার আগেই ইয়াসিন মালিককে আটকের ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
