আগামী ১২ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ঘরের মাঠ অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে আটলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে ০-২ গোলে হারের বদলা নিতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি হুমকার বলেছেন, ‘পেনাল্টি বক্সের আশেপাশে ফ্রি-কিক পেলে আমি ওই ম্যাচে দেখে নেব ওদের।’ উল্লেখ্য, বুধবার ম্যাচের প্রারম্ভিক পর্বে প্রায় ৩০ গজ দূর থেকে একটি ফ্রি-কিক পেয়ে ডান পায়ের কামান দাগা শট তিনি গোলে রেখেছিলেন। শেষ মুহূর্তে আটলেতিকো গোলরক্ষক জান ওবলাক তা ফিস্ট করে বাঁচান। বাকি পর্বেও রোনাল্ডোকে ডাবল জোনাল মার্কিং করেছিল মাদ্রিদের ক্লাবটি। তাই আগামী সপ্তাহ থেকেই ফ্রি-কিক নেওয়ার জন্য পুরানো দিনের মতো বিশেষ অনুশীলন করতে চান রোনাল্ডো।
বুধবার আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দফার ম্যাচে হারের পর মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না পর্তুগিজ মহাতারকাটি। খেলা চলাকালীন বিভিন্ন বিরতিতে এবং মাঠ ছেড়ে ড্রেসিং-রুমের পথে হাঁটার পথে ডান হাতের পাঁচটি আঙুল বিপক্ষ সমর্থকদের দেখান তিনি। পরে মিক্সড জোন দিয়ে বেরনোর সময় রোনাল্ডো বলেন, ‘আমার পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। তোমাদের একটিও নেই।’
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মঙ্গলবার এই প্রথম স্পেনের রাজধানীতে পা রেখেছিলেন রোনাল্ডো। মাদ্রিদের এই দুই ক্লাবের মধ্যে তীব্র রেষারেষি রয়েছে। বুধবার তাই রোনাল্ডোকে করফাঁকি দেওয়ার ওস্তাদ বলে বারবার গ্যালারি থেকে বিদ্রুপ ভেসে আসে। যা মেনে নিতে পারছিলেন না সিআরসেভেন। ম্যাচে ০-২ গোলে হেরে তাঁর ক্ষোভ এবং রাগ স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়। যারই বহিঃপ্রকাশ ঘটেছে মিক্সড জোনে। উল্লেখ্য, সবচেয়ে বেশিবার (৬) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা পাকো জেন্টো।
ম্যাচের পর জুভেন্তাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘গোল না পেলেও রোনাল্ডো যথেষ্ট ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে দল হিসেবে আমরা খেলতে পারিনি। তবে এই ব্যবধান মুছে ফেলে কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা এখনও জুভেন্তাসের রয়েছে। ঘরের মাঠে ফিরতি লেগে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফুটবলাররা।’