ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে আবার কমেন্ট্রি বক্সে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। শুক্রবার সিএবি–তে দাঁড়িয়ে সৌরভ নিজেই বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কথা জানিয়ে দেন। গোটা বিশ্বকাপেই ধারাভাষ্য দেবেন তিনি। বিশ্বকাপের সম্প্রচারকারী টিভি চ্যানেলের সঙ্গে এই ব্যাপারে তাঁর চুক্তি চূড়ান্ত হয়ে গেছে।
পুলওয়ামায় জঙ্গি হানার জন্য বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত কি না এই বিষয়ে তিনি মতামত জানান। পাকিস্তান ম্যাচ বয়কট করা ভারতের পক্ষে সহজ হবে না বলে মনে করছেন সৌরভ। তাঁর কথায়, ‘ভারতের পক্ষে বলা অতটা সহজ হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি–র ওপরে। ভারত সরে দাঁড়াবে কিনা, সেটা এখনই বলা সম্ভব নয়। এখনও অনেক সময় আছে, পরিস্থিতি বদলাতে পারে।’