পুলওয়ামা কান্ডের পরে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের ব্যর্থতা প্রকাশ্যে এসে গেছে। এবার সামনে এল মহিলাদের নিরাপত্তা নিয়েও বিজেপি শিবির কতটা ব্যর্থ সেই চিত্র। ২০১৬ সালে আসামে বিজেপি সরকারে আসার পর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ৪,৯৪৪ জন মহিলা ধর্ষিতা হয়েছেন।
সূত্রের খবর, ২০১৮ সালেই আসামের রাজধানী গুয়াহাটিতেই ধর্ষিতার সংখ্যা ৬৬! গত বছর গুয়াহাটিতে ৬৬ টি ধর্ষণের পাশাপাশি খুন হয়েছে ৯৬ টি। অপহরণের সংখ্যা ৬৬২। এবং গুয়াহাটিতেই মহিলাদের হয়রানির ঘটনা ৭৭৯। বিজেপির ৩ বছরের শাসনকালে চুরির সংখ্যা ৯ হাজার ৯২৮।
সব মিলিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতির নিরিখে এটা স্পষ্ট যে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে বিজেপি চূড়ান্ত ব্যর্থ। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রেও চরম উদাসীন। এই চিত্র যে লোকসভা ভোটের আগে বিজেপিকে আরও কোণঠাসা করে দিল তা বলাই বাহুল্য।