বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন, যে দল যেখানে বেশি শক্তিশালী, সেই দলই সেখানে সর্বশক্তি দিয়ে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করুক। তাহলেই দিল্লীর কুর্সি থেকে মোদীকে হঠানো অনেকটা সহজ হয়ে যাবে। মমতার সেই ফর্মুলা মেনেই এবার উত্তরপ্রদেশের দুই শক্তিশালী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনে নিজেদের মধ্যে আসন বণ্টন করল। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে লড়াই করবে সমাজবাদী পার্টি। বসপা প্রার্থী দেবে ৩৮টি আসনে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন খোদ সপা প্রধান অখিলেশ যাদব এবং বসপা সুপ্রিমো মায়াবতী ।
আগেই উত্তরপ্রদেশে জোট ৭৫টি আসনে জোট ঘোষণা করেছিলেন অখিলেশ ও মায়াবতী। বৃহস্পতিবার প্রেস বিবৃতি জারি করে, কার ভাগে কোন আসনগুলি পড়েছে, তা জানিয়ে দিল সপা ও বসপা। অমেঠি ও রায়বরেলি আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মায়াবতী-অখিলেশ। তিনটি আসনে প্রার্থী দেবে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল। জানা গেছে, বারাণসী, গোরক্ষপুর থেকে লড়বেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। দুটি আসনই বর্তমানে নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের অধীনে।
এছাড়াও এসপির ৩৭টি আসনের মধ্যে থাকছে কাইরানা, মোর্দাবাদ, সম্বল, রামপুর, মণিপুরি, ফিরোজাবাদ, বাদাউন, বরেলি, লখনউ, ইটাওয়া, কানপুর, কণৌজ, ঝাঁসি, বান্দা , এলাহাবাদ, কৌশাম্বি, ফুলপুর , ফইজাবাদ, গোন্দা, গোরখপুর, আজমগড়, বারাণসী ও মির্জাপুর। আর বসপা প্রার্থীরা লড়বেন সাহারানপুর, বিজনোর, আলিগড়, আগ্রা, ফতেপুর সিক্রি, ধৌরাহারা, সীতাপুর, সুলতানপুর, প্রতাপগড়, কইসরগঞ্জ,বস্তি, সালেমপুর,জনপুর, ভাদোহি ও দেওরিয়ার মতো আসনগুলিতে।