ফুটবল নিয়ে ভীষণ আবেগ, তাই ডিয়েগো সিমিওনে একটু খ্যাপাটে। ফুটবলপ্রেমী মাত্রই এটা জানেন।এ জন্য অনেকবারই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন। কাল চ্যাম্পিয়নস লিগেও তার ছিটেফোঁটা নিদর্শন দেখিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই কোচ। সে এমনই নিদর্শন যে ক্রিস্টিয়ানো রোনালদোদের হার ছাপিয়ে আলোচনায় সিমিওনের পৌরুষ!
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গতকাল রাতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হাই ভোল্টেজ ওই ম্যাচে গোলের পর অশোভন উদযাপন করেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে কাল অ্যাটলেটিকো মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৭৮ মিনিটে প্রথম গোল করেন রাউল হিমিনেজ। এর কিছুক্ষণ আগেই অবশ্য আলভারো মোরাতার গোল বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে। সিমিওনে সম্ভবত তখন থেকেই বেশ চটে ছিলেন। হিমিনেজ দলকে এগিয়ে দেওয়ার পর আর্জেন্টাইন এ কোচ নিজেকে আর ধরে রাখতে পারেননি। গ্যালারিসহ টিভি দর্শকদের অবাক করে সিমিওনে অশ্লীল আচরণ করেন গ্যালারির দিকে ইঙ্গিত করে !
ব্যস, আর যায় কোথায়। মুহূর্তের মধ্যে সমালোচনা ছড়িয়ে পড়ল চারদিকে। ম্যাচ চলাকালীন সময়েই ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। জয়ের পর তাই অশ্লীল এবং কিছুটা অদ্ভুতুড়ে সেই উদ্যাপনের ব্যাখ্যা দিতে হলো অ্যাটলেটিকো কোচকে। সিমিওনে স্বীকার করে নেন, আচরণটি মোটেও শোভন ছিল না। কিন্তু এটি করার দরকার ছিল।
অ্যাটলেটিকোর এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘‘এটা ভালো উদযাপন ছিল না। আমি সেটা স্বীকার করছি। তবে আমি এটা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। খেলোয়াড় হিসেবেও আমি লাৎসিওতে এটা করেছিলাম এবং সেটা আবারো করলাম। এটা অন্য দলের সমর্থকদের জন্য নয়। আমি আমাদের নিজের সমর্থকদের উদ্দেশেই সেটা করেছিলাম। কেউ ক্ষুব্ধ হলে আমি দুঃখিত।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগে কখনো শিরোপা জেতেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ছয় বছরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ফাইনাল ও একটি সেমিফাইনালে হেরেছিল ক্লাবটি।