আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল সিবিআই।
আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর থাকাকালীন ভিডিওকনের এমডি বেনুগোপালকে ৩,২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন চন্দ্রা কোছার। তার পরিবর্তে বেনুগোপাল ছন্দার স্বামী দীপক কোছরের সংস্থায় ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ। সেই কারণেই এই ঋণ ভিডিওকনকে দেওয়া হয়েছিল বলে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়।
এই অভিযোগ সামনে আসতেই আইসিআইসিআই ব্যাঙ্কের বোর্ড ছন্দা কোছরকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। ইস্তফা দেন ছন্দা৷ মামলায় ছন্দা কোছর এবং তাঁর স্বামী দীপক কোছরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। এর আগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি ছন্দা কোছর তাঁর স্বামী দীপক কোছর ও ভিডিওকনের প্রোমোটার বেণুগোপাল ধূতের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল৷ সেই সময় ভিডিওকনের প্রোমোটার জানিয়েছিলেন, মিথ্যা রটনা। তাঁর পাসপোর্টের মেয়াদ দুমাস আগেই শেষ হয়েছে৷ তাছাড়া তিনি গত পাঁচ বছর বিদেশে যাননি বলেও দাবি করেছিলেন৷ তিনি জানান, ভগবান দেখছে এবং তিনিই শাস্তি দেবেন যারা এই সব কথা রটাচ্ছে ৷ তবে শেষ পর্যন্ত এদিন আইসিআইসিআই ব্যংকের প্রাক্তন সিইও চন্দ্রা কোছারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই৷
