আন্তর্জাতিক নারী দিবসের আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে শিশুর যত্নে ৩৩৭৬ জন মহিলাকে অঙ্গনওয়ারির সুপারভাইজার পদে নিয়োগ করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আইসিডিএসের কাজ সুন্দরভাবে চলতে পারে। মহিলা সশক্তিকরণে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আন্তর্জাতিক নারী দিবসের আগে এটি মুখ্যমন্ত্রীর উপহার”।
২০০৭ সালের নিরিখে খালি পদগুলিতে নিযুক্ত করা হবে সুপারভাইজারদের। এই একই দিনে সৌরবিদ্যুতের ব্যবহারকে আরো উন্নত করতে বীরভূমে ৫০ একর জমি রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য বিষয়, সরকারি স্কুল কলেজগুলোয়, সরকারি অফিসে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে।
সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে কেবল মাত্র মহিলাদেরই। এই পদে নিয়োগ সংক্রান্ত কিছু নির্দিষ্ট নীতি চালু করছে রাজ্য। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক স্তর পর্যন্ত। সরকারি পরীক্ষার মাধ্যমে কতজনকে নিয়োগ করা হবে সেই ব্যাপারে স্পষ্ট নির্দেশ থাকবে নীতিতে। মূলত সুপারভাইজাররা শিশুর যত্নে কোনো গাফিলতি থাকে কি না তা খতিয়ে দেখেন।