‘বিশ্বকাপে ভারতই ফেভারিট’, জানিয়ে ছিলেন রাহুল দ্রাবিড়। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া যে ক্রিকেট খেলছে, তা দেখেই নিজের মত প্রকাশ করেছিলেন দ্রাবিড়। এবার ২০১৯ বিশ্বকাপে ফেভারিট হিসাবে সৌরভ গাঙ্গুলিও বাজি ধরলেন বিরাট কোহলির টিম ইন্ডিয়ার উপরেই। দেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতই অন্যতম ফেবারিট। গত ৬–৭ মাস ধরে দলটা দারুণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপের জন্য একেবারে প্রস্তুত টিম ইন্ডিয়া।’ এরপরই সৌরভের সংযোজন, ‘ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে দলটা বাছা হয়েছে। সেটাই সম্ভবত বিশ্বকাপের দল। এই ক্রিকেটারদের উপর আস্থা রয়েছে। কাপ জেতার ক্ষমতা রাখে বিরাটরা।’ প্রসঙ্গত ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।
