ধর্মে, ধর্মে কোনও ভেদ নেই বাংলায়। সমস্ত ধর্মের মানুষ এখানে মিলেমিশে একসঙ্গে থাকেন। পালন করেন ধর্মীয় আচার। বাংলার সেই সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যই এবার আসছে দু’মলাটের মধ্যে। লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইয়ের নাম ‘জাগরণের বাংলা’।
মমতার এই বইয়ের মূল বিষয়বস্তু বাংলার সমন্বয়ধর্মী সাংস্কৃতিক ঐতিহ্য। আজ বৃহস্পতিবার একুশে ফ্রেবুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রকাশিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ‘জাগরণের বাংলা’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘উন্নয়নের একটাই মন্ত্র। ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, ভাষা, গোষ্ঠী, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কোনও ভেদরেখা টানা যাবে না। যে বাংলায় নবচেতনার উন্মেষ ঘটেছিল, সেই বাংলায় উদারচিন্তার প্রবাহ যখনই বাধা পেয়েছে, ধুলায় লুটিয়েছে মানবতা। এর থেকে মুক্তি পেতে চাই নিরন্তর প্রচেষ্টা। আমাদের এই বাংলা আজও মানবতার সাধনক্ষেত্র। বাংলার ঐতিহ্য জুড়ে যে উদার জীবনদর্শন তারই আবহে আমাদের প্রতিদিনের বেঁচে থাকা। আর এই বেঁচে থাকার তালে তালে ধর্ম ও সংস্কৃতি এক ছন্দে নেচে ওঠে, মেতে ওঠে, উদ্বোধিত হয় প্রাণময় জীবন, হৃদয়ে জেগে ওঠে একটাই কথাঃ আমরা সকলেই মানবসন্তান, মানুষে মানুষে কোনও পার্থক্য নেই, শুধু হিন্দু বা মুসলিম ধর্মই নয়, অজস্র ধর্মের এক সম্মিলিত প্রবাহ চলেছে এই রাজ্যে’।
