পুলওয়ামাতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে দেশের বিভিন্ন জায়গাতে বসবাসকারী কাশ্মীরিদের ওপর অত্যাচার চলছে। তবে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে তাঁরা নিরাপদ আশ্রয়ে আছেন। এই কথা খোদ জানালেন বাংলাতে থাকা কাশ্মীরিরাই।
সোমবার বারাসত হরিতলায় একটি কাশ্মীরি শালের দোকানে বসে বিক্রেতা মহম্মদ হোসেন বাট, বিলাল আহমেদ, ফিরোজ আহমেদ, রিয়াজ আহমেদরা জানান, ফেসবুকে গুজবের জেরে ভিন্রাজ্যে আক্রান্ত হচ্ছেন কাশ্মীর থেকে আসা অন্য শাল বিক্রেতারা। তাঁরা জানান, প্রতি বছর অক্টোবরে এ রাজ্যে তাঁরা আসেন। শাল, সোয়েটার, জ্যাকেট, মাফলার বিক্রি করে ফিরে যান মার্চে। কিন্তু কাশ্মীরে কার্ফু চলায় তাঁরা কবে ঘরে নিরাপদে ফিরতে পারবেন, তা এখনও অজানা তাঁদের কাছে। আতঙ্কের মধ্যে সেখানে দিন কাটাচ্ছে তাঁদের পরিবার। ভিন্রাজ্যে কাশ্মীরিদের নিয়ে উত্তেজনা তৈরি হলেও এ রাজ্যে তাঁরা নিরাপদ আশ্রয়ে আছেন বলে জানান বিলাল, রিয়াজরা।
তাঁরা জানান, এ জন্য তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। স্থানীয় কাউন্সিলর ও বারাসত পুরসভার উপপুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বেশ কয়েকবার তাঁদের খোঁজখবরও নিয়েছেন। নিয়মিত খোঁজ নেন হরিতলা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা বিদিত মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, লক্ষ্মী আইচরাও। বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য তাঁদের বলেছেন, কোনও অসুবিধে হলেই যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সকলের ভালবাসায় রীতিমতো আপ্লুত ওঁরা।