অবশেষে শেষ হয়েছে শীতের মরশুম। আর তার সঙ্গে সঙ্গেই অনুভূত হচ্ছে গরমের দাপট। এই হঠাৎ গরমের জেরে এক ধাক্কায় মঙ্গলবারের পর বুধবারের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে।
ভোর বা শেষরাতের দিকে একটু ঠাণ্ডা লাগলেও একটু বেলা বাড়লেই রীতিমত ঘাম দেওয়া গরম। আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। ফলে কলকাতা থেকে কার্যত বিদায় নিয়েছে শীত। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট রয়েছে। রবিবারের পর আর কোথাও বৃষ্টির খবর মেলেনি। তবে এমন আবহাওয়া থাকলে উপকূলীয় জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। বুধবার তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২১.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অর্থাৎ শীত যেতে না যেতে তাপমাত্রার পারদ চড়ছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আজ তা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।