কাশ্মীরের পুলওয়ামা জঙ্গী হামলার পর গোপন সূত্রে খবর পেয়ে পিঙ্গলান অঞ্চলে যৌথ তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। সেই সময়ই জঙ্গীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হন ভারতীয় জওয়ান অজয় কুমার। গতকাল ছিল সেই শহীদ জওয়ানের অন্তিম যাত্রা। কিন্তু সেই সময় বিজেপি নেতারা শহীদ অজয় কুমারের বাড়িতে এলে আয়মীয়-পরিজনদের চরম ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।
মঙ্গলবার সকাল ১১ টায় যখন শহীদ অজয় কুমার-এর মৃতদেহ তাঁর পৈতৃক গ্রামে পৌঁছায়, তখন তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাঁর বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম এবং কেন্দ্রীয় মন্ত্রী সতপাল। বিজেপি নেতাদের দেখতে পেয়ে শহীদদের আত্মীয়স্বজন এবং গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে। নানারকম কটাক্ষ উড়ে আসে ওই দুই নেতাকে উদ্দেশ্য করে। এমনকি শহীদদের আত্মীয়স্বজন ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তাদের জমে থাকা ক্ষোভ উগড়ে দেয়।
শহীদের পরিজন জনগণের উদ্দেশ্যে বলে, এবার লোকসভায় আর মোদীকে ভোট দেবেন না। মোদী সরকারের চূড়ান্ত সমালোচনা করে তারা এ-ও বলে যে, আমাদের বাড়ির ছেলে শহীদ হচ্ছে এবং বিজেপির নেতা-মন্ত্রীরা দিল্লীতে বসে মজা করছেন। যার ফলে বেজায় অস্বস্তিতে পড়তে হয় উপস্থিত দুই বিজেপি নেতাকে।