পুলওয়ামা কাণ্ডের পর কাশ্মীরি ও সেই রাজ্যের সমস্ত পণ্য বয়কটের ডাক দিয়ে টুইট করেছিলেন মেঘালয়ের রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়। নাম না করে এই ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ধরণের টুইট আসলে হিংসা ছড়ানোর প্রয়াস বলেই মনে করেন তিনি।
এই ধরণের টুইটকে ‘নির্লজ্জ রাজনীতি’ আখ্যা দিয়েছেন মমতা। আজ বুধবার এই প্রসঙ্গে একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘বিপজ্জনক বিবৃতি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন কিছু দল এবং রাজনৈতিক পার্টি। এমনকী সংবিধানের পদাধিকারীরাও এমন ঘৃণ্য মন্তব্য করছেন। সাংবাদিকদেরও ছাড়া হচ্ছে না। নির্লজ্জ রাজনীতি হচ্ছে। দূষিত রাজনীতির মাত্রাকে আমরা কোথায় নামাচ্ছি?’
প্রসঙ্গত, এই ধরণের বিদ্বেষ রুখতে ও সম্প্রীতি বজায় রাখতে রাজ্যে চলতি সপ্তাহের সোমবারই নবান্নে পুলিশ ও প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘পুলিশকে নির্দেশ দিচ্ছি, একেবারে আইসি স্তর থেকে ডিজি পর্যন্ত, সব কিছু দেখেও চুপচাপ থাকা যাবে না। এ সব বরদাস্ত করা হবে না। পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে বলছি। প্রশাসনের পাশাপাশি সব শুভবুদ্ধিসম্পন্ন দলগুলিকেও নজর রাখতে অনুরোধ করব।‘ মমতার মতে, ‘কোনও জাতির একজন দোষ করা মানে সবাই দোষী নয়৷ কিন্তু কেউ কেউ রাজনীতি করতেই এই ধরণের উসকানিমূলক কথা বলছে’।