আর কিছু মাসের মধ্যেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তার আগে মেট্রোর ভাড়ার তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ।
ইস্ট ওয়েস্ট মেট্রোয় ন্যূনতম ভাড়া ধার্য হয়েছে ৫ টাকা। প্রথম ২ কিলোমিটারের জন্য ভাড়া হবে ৫ টাকা। ৫ কিলোমিটার দূরত্বে যেতে আপনাকে গুনতে হবে ১০টাকা। ১০ কিমি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ভাড়া ২০ টাকা। ১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া স্থির হয়েছে ৩০ টাকা। বর্তমান মেট্রোর অনুপাতে অবশ্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া অনেকটাই বেশি। উত্তর-দক্ষিণ মেট্রোয় প্রথম পাঁচ কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা। সেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২ কিলোমিটারের জন্য দিতে হবে পাঁচ টাকা। স্টেশন থেকে শুরু করে রেক, বর্তমান মেট্রোর অনুপাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্যও অনেক বেশি থাকছে।
কিছুদিনের মধ্যেই ইস্ট- ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা। প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। শীঘ্রই খুলে যাচ্ছে এই প্রকল্পের আওতাভুক্ত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট ছ’ টি স্টেশন। ইতিমধ্যে স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ আত্মহত্যা রুখতে বসে গিয়েছে স্লাইডিং ডোর৷ এছাড়া, এসপ্লানেড থেকে শিয়ালদহগামী ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্বমুখী সুড়ঙ্গ খোড়ার কাজও শুরু হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণের কাজ৷ সম্পূর্ণ হয়েছে মেট্রোর দুই টানেল ‘রচনা’ ও ‘প্রেরণা’ খোড়ার কাজ। শুরু হয়েছে, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ৷ যাদের নাম ‘উর্বী’ ও ‘চণ্ডী’৷