দেশজুড়ে এখন বিষয় একটাই- পুলওয়ামা বিস্ফোরণ। যে যার মত করে নিজের বক্তব্য জাহির করছে। কেউ যুদ্ধ চাইছে, কেউ চাইছে শান্তি। যুদ্ধকামীরা তাঁদের বিপরীত মন্তব্যকারীদের গায়ে হাত তুলছেন এমন ঘটনাও ঘটে গেছে। এবার সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের গিয়ে পড়ল এক শিক্ষকের ওপর।
সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, তিনি সেনাদের শহীদ বলতে নারাজ। এবং তা নিয়ে তিনি তাঁর যুক্তিও লেখেন। নিমেষেই পোষ্টটি বেশ ভাইরাল হয়ে যায়। তারপরেই আসে হুমকি। পরে বাড়িতে চড়াও হয়ে হেনস্থা। অগত্যা বাড়ি ছেড়ে পালানো। সোমবার সকালে চাকরিও গেল ওই বেসরকারি স্কুলের শিক্ষক চিত্রদীপ সোমের।
স্কুলের অধ্যক্ষার বক্তব্য, বরখাস্ত করা হয়নি, ওই শিক্ষক নিজেই ইস্তফা দিয়েছেন। স্কুলের অধ্যক্ষা সুজাতা চট্টোপাধ্যায় জানান, ফেসবুকে চিত্রদীপবাবুর ওই পোস্টের পর থেকেই ই-মেলে প্রচুর অভিযোগ আসছিল। স্কুলের উপরে চাপ বাড়ছিল। তাঁকে বরখাস্ত করার দাবি উঠছিল ফেসবুক পেজে। আমরা তা না-করে ওঁকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বলি। কিন্তু তিনি তা না-করে পদত্যাগ করেন৷ কিন্তু চিত্রদীপবাবুর অভিযোগ, তাঁকে ইস্তফা দিতে বাধ্য করানো হয়েছে বলেই তিনি থানার দ্বারস্থ হন।