রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করে নেইমার। সেটা ২০১৭ সালের আগস্টের কথা। এটি তাকে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারে পরিণত করেছে। অবশ্য নেইমারের বার্সেলোনা ছাড়ায় অবাক হয়েছিলেন অনেকেই।
এদিকে পিএসজিতে থিতু হতে না হতেই ব্রাজিলিয়ান এই সুপারস্টারের দল বদলের গুঞ্জন শুরু হয়ে যায়। সেই গুঞ্জন থামছেই না। রাশিয়া বিশ্বকাপের আগে তো ইউরোপীয় সংবাদমাধ্যমগুলি এক প্রকার নিশ্চিত করে বলে দিয়েছিল, রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন নেইমার। কথাবার্তা নাকি সব পাকাপাকি হয়ে গিয়েছে। বিশ্বকাপের পরই ব্রাজিলিয়ান সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন।
সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নতুন গুঞ্জন। পিএসজিতে নাকি সুখে নেই ২৬ বছর বয়সী নেইমার। বার্সেলোনায় ফিরতে ব্যাকুল তিনি। ন্যু ক্যাম্পে ফিরতে প্রাক্তন সতীর্থ ও ক্লাব কর্তাদের নাকি বার্তা পাঠাচ্ছেন নেইমার। করছেন ফোনও।
ফরাসি সংবাদমাধ্যম ‘টেলিফুট’ কে দেওয়া এক সাক্ষাতকারে নেইমারের বাবা নেইমার ‘সিনিয়র’ এসব গুজব উড়িয়েই দিয়েছেন, ‘কথাগুলো একদম মিথ্যা। বার্সেলোনা থেকে আমার ছেলেকে কেউ ফোন করেনি, আমাদেরও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি।’
পিএসজিতে আনন্দ ও সন্তুষ্টি নিয়েই খেলছেন নেইমার, এ কথাও বলতে ভোলেননি তিনি, ‘আমার ছেলে প্যারিসে অনেক সুখে আছে। বার্সেলোনা অন্যতম সেরা ক্লাব। কিন্তু বার্সার সঙ্গে আমার ছেলেকে জড়িয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এটা স্বাভাবিক, নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে গুজব রটবেই, আটকানো যাবে না। কিন্তু আমি বলতে পারি, নেইমার তাঁর বর্তমান ও ভবিষ্যৎ পিএসজিতেই কাটাবে।’
তাহলে কি নেইমার আর কখনই পিএসজি ছাড়বেন না? এ প্রশ্নের জবাবে আবার নেইমারের বাবা কোনো নির্দিষ্ট উত্তর দেননি, ‘ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না। প্রতি মুহূর্তেই পরিস্থিতি বদলাতে পারে।’ নেইমারের মুখপাত্র হিসেবেই কাজ করেন তাঁর বাবা।