শুরুর দিন থেকেই অসাধারণ সাফল্য পেয়েছে ‘কন্যাশ্রী’ প্রকল্প। মিলেছে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি। ৫৮ লক্ষ ছাত্রী এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন। অচিরেই এই সংখ্যা ৭৫ লক্ষে পৌঁছবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউটাউনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিউ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এখন কলেজ পড়ুয়া কন্যাশ্রীদের জন্য নগদ ভাতা দেওয়ার ব্যবস্থা শুরু করেছে রাজ্য। বিজ্ঞান বিভাগে ২৫০০ ও কলা বিভাগে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে কন্যাশ্রী উপভোক্তাদের।’
উৎকর্ষের দিক থেকে প্রেসিডেন্সি, যাদবপুর বা কলকাতা বিশ্বের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমান সারিতে রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালে ভালো’। অল্পসময়ের জন্য হলেও তাঁদের পাঠানো যায় কিনা তা বিবেচনা করে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আরও ১০টির কাজ শুরু হয়েছে।
অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্সির নতুন ক্যাম্পাসের কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘সাইবার সুরক্ষা-সহ ডেটা সায়েন্স সংক্রান্ত অন্যান্য কোর্স, কৃষিবিজ্ঞান সংক্রান্ত পড়াশোনা বা মহাকাশ বিজ্ঞান্নিয়ে পড়ানো হলে ব্যাপক সংখ্যক তরুণ-তরুণী উপকৃত হবে। বিশ্বের দরবারে সহজে প্রবেশাধিকার মিলবে বাংলার’।
মুখ্যমন্ত্রী সাইবার ক্রাইম সংক্রান্ত কোর্সের প্রসঙ্গ টেনে দেশ জুড়ে চলা অসহিষ্ণুতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি পোস্ট ঘিরে অশান্তি ছড়াচ্ছে। সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত দেখতে পাচ্ছি। সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছে গিয়ে সাইবার সচেতনতা বাড়িয়ে তোলার প্রয়োজন রয়েছে’। মমতা জানান, রাজ্য সরকার সাইবার ক্রাইম নিয়ে সেন্টার অফ এক্সলেন্স গড়ে তোলার কাজ শুরু করেছে।