ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বজায় রাখল রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ। তারকা খচিত অবশিষ্ট ভারতের বিরুদ্ধে দাপট দেখিয়ে ইরানি কাপ জিতে নিল তারা। এ নিয়ে পর পর দু’টি মরসুমে রনজি ও ইরানি কাপ জিতল তারা। গতবারও রনজি এবং ইরানি কাপ জিতেছিল বিদর্ভ। এই কৃতিত্ব অতীতে রয়েছে মুম্বই এবং কর্নাটকের। ম্যাচে ফয়সালা হয়নি। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন বিদর্ভ। তাও আবার দলের দুই সেরা তারকা ওয়াসিম জাফর এবং উমেশ যাদবকে ছাড়াই ইরানি কাপ দখলে রাখল বিদর্ভ।
প্রথম ইনিংসে অবশিষ্ট ভারতের ৩৩০ রানের জবাবে বিদর্ভ তুলেছিল ৪২৫। এরপর অবশিষ্ট ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৭৪/৩। দু’ইনিংসেই শতরান করেন হনুমা বিহারী। কিন্তু তা কাজে লাগল না। ২৮০ রানের লক্ষ্য ছিল বিদর্ভের সামনে। চতুর্থ দিনের শেষে ৩৭/১ ছিল বিদর্ভ। পঞ্চম দিনের শেষে বিদর্ভের সংগ্রহ ২৬৯/৫। সরাসরি জয়ের থেকে মাত্র ১১ রান দূরে থেমে যেতে হয় বিদর্ভকে। নাগপুরের জামথায় এদিন অর্ধশতরান করেন বিদর্ভের আতওয়ারে তাইদে (৭২) ও গণেশ সতীশ (৮৭)।
এদিকে, ইরানি কাপ জয়ের জন্য বিদর্ভ পেয়েছে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। যা পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দিচ্ছে বিদর্ভ। অধিনায়ক ফৈজ ফজল বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরস্কার মূল্যের পুরো টাকাটাই শহিদদের পরিবারের হাতে তুলে দেব।’ ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করেছে, ‘মাঠ এবং মাঠের বাইরেও বিদর্ভ চ্যাম্পিয়ন।’
