অবশেষে পাহাড়ে জয়ের মুখ দেখল মোহনবাগান। ক্লাবে ডামাডোল। কর্তাদের বিরুদ্ধে সদস্য-সমর্থকদের বিক্ষোভে উত্তাল তাঁবু। তার মধ্য়েই মোহনবাগান জয় পেল পাহাড়ে। আইজলের বিরুদ্ধে ২-১’এ জিতে স্বস্তির নিঃশ্বাস বাগান ফুটবলারদের। খেতাবি যুদ্ধ থেকে বহুদিনই বাইরে চলে এসেছে শতাব্দী প্রাচীন ক্লাব। লক্ষ্য় আপাতত লিগ তালিকায় সম্মানজনক স্থানে রাখা। সেই মোটিভেশন নিয়ে খেলছে এখন খালিদ জামিলের দল।
২২ মিনিটেই হেনরির গোলে বাগান এগিয়ে গিয়েছিল। যাইহোক, আইজলের বিরুদ্ধে হেনরির গোলে এগিয়ে যাওয়ার পরেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেননি সবুজ-মেরুন ফুটবলাররা। কিছুক্ষণ পরেই পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে আনসুমানা ক্রোমা সমতা ফিরিয়ে এনেছিলেন।
এরপরে মোহনবাগান আক্রমণে তেজ বাড়ালেও গোলের মুখে খেই হারিয়ে ফেলছিল। ডিকা একটি সহজ সুযোগ নষ্ট না করলে আগেই এগিয়ে যেতে পারত খালিদের দল। তবে ৭৮ মিনিটে সনি নর্দের ফ্রি-কিক থেকে মোহনবাগানের জয়সূচক গোল করে যান বিক্রমজিৎ সিংহ।
ডার্বির আগে নেরোকার বিরুদ্ধে শেষবার জয় এসেছিল বাগানে। তারপরে তিন ম্যাচের মধ্যে ডার্বি হারের ধাক্কা সামলাতে হয়েছে। জোড়া ড্র-ও করেছেন ডিকা-হেনরিরা। তারপরে এদিনে পাহাড়ের জয়।