পুলওয়ামায় জঙ্গী হানার ঘটনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়েও রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন চলছে। অনেকে বলছেন, এটা ইন্টেলিজেন্সের ব্যর্থতা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কী করছিলেন? এত জওয়ান মারা গিয়েছেন। মানুষের এটা জানার অধিকার রয়েছে। এত কিছুর পরে জানা গেল, এই ভাবে সব ঘটেছে। আগে জানা গেল না কেন?’
গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের বাসভবন থেকে রেল প্রকল্পের উদ্বোধন করেছেন। এত গুরুতর সময়ে রাজনৈতিক বা সরকারি কর্মসুচী পিছিয়ে দেওয়া উচিৎ ছিল। যখন কোনও রাজনৈতিক নেতার মৃত্যু হয়, তখন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এত জওয়ানের মৃত্যুতে মনে হল না, এটা করা উচিৎ? আমি শহীদ জওয়ানদের জন্য ৭২ ঘণ্টার শোক ঘোষণার দাবি জানাচ্ছি’।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলওয়ামায় যা হয়েছে তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই মর্মান্তিক ঘটনা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল এ দিনের সরকারি অনুষ্ঠান বাতিল করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেওয়া।