অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রতিটি দলেই ১৫ জন করে ক্রিকেটার আছেন। একদিনের দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। বিশ্বকাপের কথা ভেবে নির্বাচকরা আস্থা দেখিয়েছেন ঋষভ পন্থের উপর। ঘোষিত দল দুটিতেই চমক উপহার দিয়েছেন বোর্ডের নির্বাচকরা। প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে তারা ডেকে পাঠিয়েছেন মায়াঙ্কা মারকান্ডেকে।
বিশ্রাম কাটিয়ে কামব্যাক করেছেন বিরাট কোহলি। দুই ফরম্যাটেই তিনি ভারতকে নেতৃত্ব দেবেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাক-আপ হিসাবে ঋষভ পন্থকে সুযোগ দিয়েছেন এম এস কে প্রসাদরা। ঋষভকে মূলত স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে প্রোজেক্ট করার চেষ্টা চলছে। সব কিছু দেখে মনে হচ্ছে আসন্ন বিশ্বকাপে ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ড যাবেন ঋষভ।
টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কল, মায়াঙ্ক মারকাণ্ডে।
প্রথম দু’টি একদিনের ম্যাচের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রহিত শর্মা (সহ-অধিনায়ক),শিখর ধাওয়ান, অম্বাতি রায়াডু, কেদার যাদব, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, সিদ্ধার্থ কল, লোকেশ রাহুল।
শেষ তিনটি একদিনের ম্যাচের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বাতি রায়াডু, কেদার যাদব, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, লোকেশ রাহুল।