পুলওয়ামার হামলায় যে ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। নিজেদের নিজেদের রাজ্যের শহীদ জওয়ানদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে সেই রাজ্যগুলি। শনিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন ৪৪টি স্বজনহারা পরিবারকেই পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন। টিডিপি সুপ্রিমো বলেছেন, ‘এটা সঙ্কটের কাল। জওয়ানদের শোকার্ত পরিজনদের প্রতি শোকজ্ঞাপনের কোনও ভাষা নেই। আমাদের প্রাথমিক কাজ তাঁদের মানসিক সমর্থন দেওয়া। তাঁদের ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা যাবে না’। কিন্তু তাঁদের সমর্থন করার দায়িত্বও আমরা এড়াতে পারি না। কারণ দেশ, আমাদের পরিবারকে সুরক্ষিত করার দায়িত্ব জওয়ানরা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। তাঁরা আমাদের জন্যই আত্মত্যাগ করেছেন। তাঁরা আমাদের সবার অনুপ্রেরণা।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ঘোষণা করেছেন, তাঁর রাজ্যের দুই শহিদ জওয়ানদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেবেন। শুক্রবারই তামিলনাড়ু সরকার ঘোষণা করেছিল, দুটি পরিবারকেই ২০ লক্ষ করে টাকা দেওয়া হবে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর রাজ্যের দুই শহিদ কে সাহু এবং মনোদ বেহেরার পরিবার পিছু দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন।
