শতবর্ষ থেকে কয়েক পা দূরে ফুটবল বিশ্বকাপ৷ ২০৩০ সালে শতবর্ষে পা রাখবে ফুটবলের বিগেস্ট শো অন আর্থ৷ সেই ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে ফুটবল বিশ্বকাপের পথ চলা শুরু৷ এরপর কেটে গিয়েছে ৮৯ বছর৷ এবার শততম বর্ষে বিশ্বকাপের আসর বসতে পারে আর্জেন্তিনায়৷ শুধু আর্জেন্তিনাই নয়, যুগ্মভাবে টুর্নামেন্ট আয়োজিত হতে পারে চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়েতে৷ ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে নিলামে অংশ নেবে এই চার দেশ৷
২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি এবং উরুগুয়ে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে এই আয়োজনের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
পিনেরা এক টুইটার বার্তায় জানিয়েছেন, ওই দেশগুলোর প্রেসিডেন্টরা বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চিলির প্রস্তাবে সম্মতি দিয়েছে।শেষ দিকে প্যারাগুয়ে যুক্ত হওয়ার আগে ২০১৭ সালেই মূলত আর্জেন্টিনা এবং উরুগুয়ে যৌথভাবে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরের আয়োজক ছিল উরুগুয়ে। চিলি আয়োজন করে ১৯৬২ বিশ্বকাপ। এরপর পার্শ্ববর্তী দেশগুলোর সমস্ত অর্জন ছাপিয়ে নিজ মাঠে ১৯৭৮ বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকার এ দেশগুলো ছাড়াও ২০৩০ বিশ্বকাপ আয়োজনে যৌথ প্রস্তাব দিয়েছে ব্রিটেন ও আয়ারল্যান্ড এবং পূর্বাঞ্চলীয় ইউরোপিয়ান করফেডারেশনের গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া। আয়োজক হতে চায় মরক্কোও। এছাড়া মরক্কো ও পর্তুগালকে নিয়ে যৌথ আয়োজক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ।