পুলওয়ামার নৃশংস হামলার পর তাঁর মুখ থেকে কড়া বার্তা শুনতে চেয়েছিলেন দেশবাসী৷ কিন্তু চারলাইনের বেশি শোনা গেল না মোদীর মুখ থেকে৷ সেই একই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়৷ উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশের লাইনেই আটকে গেল মোদীর সকল প্রতিবাদ ও নিন্দার বার্তা৷ পুলওয়ামার ব্যর্থতা ঢাকতে উন্নয়নের গল্প শোনালেন মোদী।
এদিন নয়াদিল্লীতে বন্দে এক্সপ্রেস বা ট্রেন ১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে মোদী জওয়ান হারানোর যন্ত্রণাকে চাপা দিতে চাইলেন উন্নয়নের বার্তা শুনিয়ে৷ কিন্তু কোথাও যে সেটা নিজেদের ব্যর্থতা ঢাকার অক্ষম প্রয়াস, তা নজর এড়াল না।
পুলওয়ামার হামলার পর ট্যুইট করেছিলেন মোদী৷ এদিন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন৷ কিন্তু তার পরে এই সরকারি অনুষ্ঠানে এসে আরও কড়া বার্তা জরুরি ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল৷ এদিন মোদী বলেন যারাই এই ঘটনার জন্য দায়ী, তাকে এর দাম দিতে হবে৷ যেসব জওয়ানকে আমরা হারালাম, তাদের প্রতি শ্রদ্ধা জানাই৷
কিন্তু সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই পরিস্থিতিতে বিরোধীদের এককাট্টা হওয়ার আর্জি জানান তিনি। সরকারের পাশে থাকার যে বার্তা রাহুল গান্ধী সকালেই দিয়েছিলেন। দেশ এখন সংকটের মুখে৷ তাই রাজনীতির উর্দ্ধে উঠে ভাবতে হবে বলেও পরামর্শ দেন তিনি৷ জানান, এই ঘটনার শাস্তি দেবে ভারত৷ নাম না করে পাকিস্তানকে কটাক্ষও করেন মোদী৷ এইটুকুই! তারপরেই ট্রেনের উদ্বোধন ও দেশের উন্নয়নের কথায় ব্যস্ত হয়ে পড়েন মোদী৷ শুরু হয় চর্বিতচর্বণ৷