পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার বিরোধীরা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর পাশে রয়েছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা করা হলেও, তা কোনও ভাবেই সফল হবে না। জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুলে এ ভাবেই সরকার এবং সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিলের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এই হামলাকে ভারতের আত্মার ওপর হামলা বলে অভিহিত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার সকালে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে নিহত জওয়ানদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে রাহুল বলেন, ‘এই হামলা ভারতবর্ষের আত্মার উপর হামলা। এখন রাজনৈতিক বিতর্কের সময় নয়। জওয়ানদের পাশে আছি। পাশে আছি সরকারেরও। এখন আর অন্য কোনও আলোচনা নয়’।
বৃহস্পতিবার হামলার পর সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, ‘এত জওয়ান মারা যাওয়ার পর কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি।‘ তবে রাহুল এদিন বলেন, ‘আজ শোকের দিন। দেশ ৪০ জওয়ানকে হারিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এই হামলার উদ্দেশ্যই হল দেশকে টুকরো করা। দেশ এই হামলার কথা ভুলবে না। দেশকে কোনও ভাবেই দুর্বল করতে দেব না’।
এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সঙ্গে গলা মিলিয়ে জঙ্গী হামলার কঠোর নিন্দা করে দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। সাংবাদিক সম্মেলনে মনমোহন সিং বলেন, ‘আজ শোকের দিন। ৪০ জন জওয়ানকে হারিয়েছে দেশ। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও মতেই সমঝোতা করা হবে না’।