পুলওয়ামায় সিআরপিএফের উপরে হামলার পর শনিবার সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক ডাকাকে ভালো ভাবে নিচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সন্দেহ, এই বৈঠক ডাকার নেপথ্যে নিশ্চয়ই কোনও গেম প্ল্যান রয়েছে মোদী সরকারের।
শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন ওরা এখন সংসদীয় দলের নেতাদের বৈঠকে ডেকেছেন! কারণ, লোকসভা শেষ হয়ে গেছে। স্পিকারের উদ্দেশে ধন্যবাদ প্রস্তাবও হয়ে গিয়েছে। এর পর রাজনৈতিক দলের নেতাদের না ডেকে লোকসভায় সংসদীয় দলের নেতাদের বৈঠকে ডাকার অর্থ কী? আমার সন্দেহ নিশ্চয়ই ওদের কোনও গেম প্ল্যান রয়েছে।
প্রসঙ্গত, এর আগে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সে ব্যাপারে সব দলের নেতাদের সবিস্তারে জানানোর জন্য সরকার সর্বদল বৈঠক ডেকেছিল। কিন্তু সন্ত্রাসবাদী হামলার পর সর্বদল বৈঠক ডাকার ঘটনা এই প্রথম।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলওয়ামায় যা হয়েছে তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই মর্মান্তিক ঘটনা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল এ দিনের সরকারি অনুষ্ঠান বাতিল করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেওয়া।
