লোকসভা ভোটের মুখে এবার মোদী সরকারের মাথাব্যথা আরও খানিকটা বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া। মোদীকে অস্বস্তিকে ফেলে তাঁর প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্ককে আমার থেকে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন না?’ আজ একটি টুইট করেই এই প্রশ্ন তোলেন মালিয়া। জানান, তিনি সমস্ত টাকা ফিরিয়ে দিতে প্রস্তুত আছেন।
প্রসঙ্গত, বিজয় মালিয়া আর্থিক তছরুপে অভিযুক্ত। তিনি দেশ থেকে পালিয়ে এখন লন্ডনে ঠাঁই নিয়েছেন। যদিও সে দেশের আদালতের নির্দেশে ব্রিটেনের সরকার মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে। ওই সিদ্ধান্ত আটকাতে বিজয় মালিয়ার পাল্টা আবেদন করার কথা। কিন্তু তার আগে টুইটার মারফতই তিনি তোপ দাগলেন মোদীর বিরুদ্ধে। জানালেন, তিনি বুঝতে পারছেন না কেন ব্যাঙ্কগুলিকে তাঁর টাকা ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন না মোদী।
তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ব্যাঙ্ককে টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই আর্জি ধোপে টেকেনি। বরং ইডির তদন্ত চলছে। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চালানো হচ্ছে। কিন্তু তাঁকে হেফাজতে পেতে তৎপর ভারত সরকার। এই পরিস্থিতিতে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ ফের টেনে আনলেন মালিয়া। সেই টাকা থেকেই তাঁর সংস্থা কিংফিশারের ঋণ মিটিয়ে দেওয়ার কথা বললেন। তাঁর এই প্রস্তাব কেন মানা হচ্ছে না, তা জানতে চেয়ে তিনি কাঠগড়ায় তুললেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে।
উল্লেখ্য, মোদী সংসদের অধিবেশনে কারুর নাম না করে বলেছিলেন, সাধারণ মানুষের ৯ হাজার কোটি টাকা নিয়ে এক শিল্পপতি দেশ থেকে পালিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরই আজ টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে এই টুইট করেছেন মালিয়া। সেখানে তিনি লিখেছেন, তিনি লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে নাম না করে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন। মালিয়া তাঁর টুইটে এ-ও জানিয়েছেন যে, তিনি কোর্টের কাছে ইতিমধ্যেই ১৪ হাজার কোটি টাকার সম্পত্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।