বাংলায় যে আর বিদ্যুৎ ঘাটতি নেই এই কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই বাংলার বিদ্যুৎ পরিষেবার উন্নতি হয়েছে ব্যাপক হারে। জনসাধারণকে আরও ভালো পরিষেবা দিতে দি এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউট (টেরি)-এর সাথে মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার।
এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে ক’টি মৌ স্বাক্ষর হয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। রাজ্যের বিদ্যুৎ দফতরের অতিরিক্ত সচিব এবং টেরি-র ডিরেক্টর জেনারেল এই বিষয়ে মৌ স্বাক্ষরটি করেছেন। এই উদ্যোগের ফলে আরও পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হবে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা। নবীকরণযোগ্য শক্তি এবং ইলেকট্রিক যানের সমন্বয় আরও ভালো হবে।
যেসব ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগে কাজ হবে সেগুলি হল নবীকরণযোগ্য শক্তি পরিকল্পনা, প্রযুক্তি শিক্ষা – যেমন, গ্রীড ইন্টিগ্রেশন স্টাডিস, শক্তি সঞ্চয়, ইলেকট্রিক যান চার্জিং পরিকাঠামো, বণ্টন বিষয়ক সংস্কার, চাহিদাগত ব্যবস্থাপনা, উন্নত বিদ্যুৎ। এছাড়া, ইন্টিগ্রেটেড এনার্জি ডিমান্ড এবং সাপ্লাই প্রোজেকশন এবং উদ্ভাবনী সমাধান (স্মার্ট গ্রীড, আগ্রো-ভোলাটিক্স, ফ্লোটিং সোলার পিভি) এর ক্ষেত্রেও যৌথ উদ্যোগে কাজ হবে।