লোকসভা ভোটের আগে ফের অস্বস্তি বাড়ল মোদী সরকারের। এবার রাজনৈতিক সংকট দেখা গেল পুদুচেরিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই রাতভর রাজভবনের সামনে ধর্নায় অংশ নিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী সংবিধানবিরোধী কাজ করেছেন অভিযোগ তুলে বুধবার রাত থেকে কয়েকজন মন্ত্রী ও বিধায়ককে নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেন নারায়ণস্বামী।
বুধবার সারা রাত রাস্তাতেই কাটান নারায়ণস্বামী। ঘুমিয়েও পড়েন রাস্তাতেই। প্রতিবাদস্বরূপ মুখ্যমন্ত্রীর পরনে ছিল কালো শার্ট ও ধুতি। নারায়স্বামীর অভিযোগ, নির্বাচিত সরকারের প্রতিদিনের কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে নাক গলাচ্ছেন লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদী। নির্বাচিত সরকারের অধিকার খর্ব করছেন তিনি। নারায়ণস্বামীর অভিযোগ, ‘বিনামূল্যে চাল দেওয়ার প্রকল্পকে তিনি খারিজ করে দিয়ে ফাইল ফিরিয়ে দিয়েছেন। তিনি এটা করার কে? নির্বাচিত সরকারের প্রকল্প ও নীতিকে তিনি বাধা দিতে পারেন না। প্রধানমন্ত্রীর কথায় তিনি আমাদের সরকারে অস্থিরতা তৈরির জন্য এই কাজ করছেন’।
তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্ট্যালিন নারায়নস্বামীর ধর্নাকে সমর্থন জানিয়েছেন। এই প্রসঙ্গে নারায়নস্বামী বলেন, ‘আমাদের সমর্থন করার জন্য এমকে স্ট্যালিনকে ধন্যবাদ জানাই। আমরা শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশ থেকে সমর্থন পেয়েছি। আমাদের মোট ৩৯টি বিষয় নিয়ে সমস্যা রয়েছে। আর এই সবগুলিই তৈরি করেছেন কিরণ বেদী।’