লোকসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলা৷ উপত্যকার পুলওয়ামার অবন্তিপুরা এলাকার গোরিপোয়ার আধা সামরিক বাহিনীর গাড়িতে আইইডি বিস্ফোরণ৷ শুধু তাই নয় সেনার গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টিও চালায় জঙ্গিদের৷ হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জওয়ানের৷ গুরুতর জখম আরও অন্তত ২৫৷ এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ উরির পর সাম্প্রতিক অতীতে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল৷ বিজেপি সবসময়ই দাবি করে, উপত্যকা শান্ত৷ সেখানে কোথাও কোন সমস্যা নেই৷ এই বক্তব্য যে কতটা ভুয়ো, তা নিজেদের প্রাণ দিয়ে প্রমাণ করলেন শহীদ জওয়ানেরা৷
আজ দুপুরে পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের কনভয়। ফলে আধা-সেনার বহু জওয়ান জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।