চ্যাম্পিয়ন্স লিগ ও রিয়াল মাদ্রিদ গত কয়েক মরসুম ধরে সমার্থক হয়ে আছে। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার হ্যাটট্রিক করে রিয়াল প্রতিযোগিতার সবচেয়ে সফল দলও বটে। এ রিয়ালের সামনে শেষ ষোলোর প্রথম পর্বের লড়াইয়ে শক্তি, সামর্থ্য ও পরিসংখ্যান বিবেচনায় অনেকটাই পিছিয়ে ডাচ ক্লাব এজাক্স আমস্টারডাম। এক সময়ের ইউরোপিয়ান জায়ান্ট এজাক্স এখন শক্তিতে অনেকটাই খর্ব। রিয়ালের মতো ফেভারিট দলকে হারাতে হলে সামর্থ্যের অধিক কিছু করে দেখাতে হবে ডাচ ক্লাবটিকে। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে টটেনহাম হটস্পার্স বনাম বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি। শক্তিতে দুই দলের অবস্থানও কাছাকাছি। তাই ওয়েম্বলির ম্যাচটি ছড়াচ্ছে রোমাঞ্চের ঘ্রাণ।
এজাক্সের মাঠ ইউহান ক্রুইফ অ্যারেনায় আজ রাতে খেলবে রিয়াল। যেখানে জিতে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে যেতে চাইবে ‘লস ব্লাঙ্কোসরা। তবে তারুণ্যনির্ভর এজাক্স দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। রিয়ালকে চমকে দিয়ে হোম ম্যাচটা রাঙিয়ে নিতে চাইবে তারাও। অবশ্য সাম্প্রতিক দারুণ ফর্মে আছে রিয়াল। লা লিগায় একসময় ধুঁকতে থাকা দলটি এখন হুমকি দিচ্ছে শীর্ষে থাকা বার্সেলোনাকে।
এদিকে রাতের আরেক ম্যাচে ওয়েম্বলিতে স্বাগতিক টটেনহামের লড়াইটা সহজ হবে না। জার্মান লিগে শীর্ষস্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে মাউরিসিউ পচেত্তেনোর দলকে। গ্রুপ ‘এ’তে অ্যাতলেটিকো মাদ্রিদ ও মোনাকোর মতো দলকে পেছনে ফেলে শীর্ষে থেকে পরের পর্বে উঠে এসেছে ডর্টমুন্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’তে বার্সেলোনার পেছনে থেকে পরের পর্বে উঠে এসেছে টটেনহাম। কিন্তু নিজেদের মাঠে খেলা হওয়ায় সমর্থকদের পূর্ণ সমর্থন পাবে স্পার্সরা। তবে ফর্মে থাকা ডর্টমুন্ডের বিপক্ষে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলেই বিপদে পড়তে পারে টটেনহামের।