লোকসভা ভোটের পর কংগ্রেস, সিপিএমের সঙ্গে জাতীয়স্তরে জোটের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, রাজ্যে কংগ্রেস, সিপিএমের সঙ্গে লড়াই থাকলেও জাতীয়স্তরে জোটে রাজি তিনি। বুঝিয়ে দিলেন দেশ বাঁচাতে আত্মত্যাগ করতেও পিছপা হবেন না তৃণমূল নেত্রী।
যন্তর-মন্তরে বক্তৃতায় মমতা বলেন, ‘যার যেখানে শক্তি, সে সেখানে মোদী তথা বিজেপি-র বিরুদ্ধে লড়ুক। কংগ্রেস রাজস্থানে শক্তিশালী, কংগ্রেস রাজস্থানে লড়ুক, মধ্যপ্রদেশে লড়ুক, ছত্তীসগড়ে লড়ুক, উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ লড়ুন, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডু লড়ুন। বাংলায় আমরা লড়ব বিজেপি-র বিরুদ্ধে।’
একই নিঃশ্বাসে মমতা এও বলেন, ‘বাংলায় কংগ্রেস ও সিপিএম খামোখাই লড়ছে। তবে এতে তৃণমূলের কিছু যায় আসে না। কংগ্রেস, বিজেপি, সিপিএমের সঙ্গে আমার লড়াই করার অভ্যাস রয়েছে। বাংলায় তো একসঙ্গে কংগ্রেস, বিজেপি, সিপিএম লড়াই করে। আমি ওদের (পড়ুন কংগ্রেসের সঙ্গে) সঙ্গে যদি সমঝোতাও করি তা হলেও তৃণমূলের ভোট ওদের দিকে ট্রান্সফার হবে না। ওরা যত ওখানে লড়বে ততই তৃণমূলের ভাল। কারণ, বাংলায় ৪২ টি আসনের ৪২টিতেই তৃণমূল জিতবে।’
জোট বার্তা দিয়ে মমতা বলেন, ‘আমি বড় মনে সিদ্ধান্ত নিলাম। আমার বিরুদ্ধে লড়াই করো কিন্তু দেশের স্বার্থে জীবন দিতে রাজি। দলকেও উৎসর্গ করে দেব। আমি নাও থাকতে পারি। সাধারণ কর্মী হিসেবেই নিশ্চিত করব, মোদী যাতে না আসে। মোদী হঠাও দেশ বাঁচাও।’
