চার দিনে প্রায় ৩৫ ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব চলার পর পাঁচ দিনের মাথায় আজ বুধবার শিলং থেকে কলকাতা ফিরছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
সিবিআই-এর মুখোমুখি হতে গত শুক্রবার শিলং গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার সকাল থেকে শিলংয়ের সিবিআই অফিসে সারদা মামলার তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন তিনি। মাঝে এই মামলায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ এবং রাজীব কুমারকে একসঙ্গে প্রশ্ন করেন সিবিআই অফিসাররা। বুধবার সকালেও সিবিআই অফিসারদের কথা মতো সিবিআই অফিসে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ থেকেই বেরিয়ে যান রাজীব। সূত্রের খবর, আপাতত তাঁর প্রশ্নোত্তর পর্ব শেষ। যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভবিষ্যতে ফের কলকাতার পুলিশ কমিশনারকে ডাকতে পারে সিবিআই।
বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ তিনি ওকল্যান্ডে সিবিআই দফতরে পৌঁছে যান। মঙ্গলবারই তাঁকে বলা হয়েছিল এ দিন ফের যেতে। তবে এ দিন আর সিবিআই দফতরে অন্যদিনের মত বেশি সময় তাঁকে কাটাতে হয়নি। সাড়ে ১২ টা নাগাদ তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে সোজা চলে যান তাঁর হোটেলে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে ১০ মিনিটের বিমানে শিলং থেকে কলকাতায় রওনা দেবেন তিনি।
পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমার মঙ্গলবারই সিবিআইয়ের কাছে লিখিত আর্জি জানিয়েছিলেন যে তাঁকে যেন প্রশ্নোত্তর পর্ব থেকে ১৮ তারিখ পর্যন্ত অব্যাহতি দেওয়া হোক। কারণ শীর্ষ আদালতে তাঁকে হলফনামা পেশ করতে হবে। সেই হলফমানা তৈরি করতে তাঁর কিছুটা সময় প্রয়োজন। সূত্রের খবর, সিবিআই সেই অনুরোধ মেনে তাঁকে এ দফায় আপাতত কলকাতা ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেয়নি।
