কৃষকদের উন্নয়ন এবং তাঁদের সমস্যা সমাধানে সদা সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কৃষি সমস্যা সমাধানে নয়া নজির গড়ল রাজ্য সরকার। কৃষি সমস্যা মেটাতে তৈরি হল ‘মাটির কথা’ পোর্টাল। কৃষকদের সুবিধার্থে পোর্টালে সমস্ত বিষয় লেখা রয়েছে বাংলায়।
সূত্রের খবর, এই পোর্টালটিতে নানা ধরনের কৃষি সমস্যা নিয়ে কৃষকের ১ লক্ষ ৬০ হাজার প্রশ্নের সমাধান সূত্র। কৃষকদের যাবতীয় প্রশ্নের উত্তর জানা যাবে এই পোর্টালটিতে।
রাজ্যের কৃষি দফতরের কর্তাদের কথায়, কীটনাশক ব্যবহার ও আবহাওয়া জনিত কারণে ২৬ শতাংশ কৃষক নানা সমস্যার মুখোমুখি হন। সমাধান না মেলায় ফসল নষ্ট হয়। রেহাই পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করেছে কৃষি দফতর। ৩৪১টি ব্লকের ৭০০ কৃষি সহায়কের হাতে তুলে দেওয়া হয়েছে ট্যাব। যাঁদের কাজ হল নিচুতলায় চাষিদের সঙ্গে সরাসরি ‘মাটির কথা’ পোর্টালের যোগসূত্র গড়ে দেওয়া। পাশাপাশি চাষের উৎপাদনের ক্ষেত্রে বীজ, সার বা কীটনাশক নিয়ে সমস্যা হলে ট্যাবের মাধ্যমে ছবি তুলে পোর্টালে জানানো যাবে। রাজ্যের কৃষি দফতরের বিশেষজ্ঞ বা গবেষকরা ওই ছবি ও সমস্যা নিরীক্ষণ করে তাঁদের মতামত ও সমাধানসূত্র জানিয়ে দিচ্ছেন। চালু হয়েছে টোল ফ্রি নম্বর ১৮০০-১০৩-১১০০।