ফের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রয়াগরাজে কুম্ভমেলায়। এবার আগুন লাগল বিহারের রাজ্যপালের তাঁবুতে। মঙ্গলবার রাত ২.৩০ নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। তখন তাঁবুর মধ্যেই ঘুমিয়েছিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। কোনওক্রমে তাঁর প্রাণরক্ষা হয়েছে। সুস্থই আছেন তিনি। তবে রাজ্যপাল প্রাণে বাঁচলেও তাঁর মোবাইল, চশমা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গিয়েছে। রাজ্যপালের তাঁবুর সামনের তিনটি তাঁবু পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
দমকলের তরফে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাজ্যপালকে ওই রাতেই নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কিন্তু প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। উল্লেখ্য, ১৫ জানুয়ারি কুম্ভমেলা শুরু হয়েছে। মেলা শুরুর আগের দিনই একদফা আগুন লাগে। তখন আগুন লেগেছিল দিগম্বর আখড়ায়। মেলা শুরুর পর আরও তিনবার আগুন লেগেছিল। প্রতিবারই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকল ও পুলিশ-প্রশাসনের তৎপরতায়। তবে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমাণ করছে যে কুম্ভ প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। অর্থাৎ পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ যোগী সরকার।