শুরু হয়ে গেল কথার লড়াই। সিরিজ শুরু হতে এখনও ১২ দিন বাকি। ২৪ ফেব্রুয়ারি থেকে ভারত সফরে নতুন লড়াইয়ে আসছে অস্ট্রেলিয়া। হারানো গৌরব ফিরে পাওয়াই এই সিরিজে অজি দলের লক্ষ্য। কিন্তু তার আগেই আবার চর্চায় গত অস্ট্রেলিয়া সফরে বিতর্ক থেকে মজার খোরাক দেওয়া ‘বেবিসিটিং’ নিয়ে আলোচনা। সেই আলোচনায় এ বার ঢুকে পড়লেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেনও। ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। যেখানে বেবিসিটারের ভূমিকায় দেখানো হয়েছে সহবাগকে। বীরুর কোলে রয়েছে একটি শিশু। যে পড়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি। এই বিজ্ঞাপনটি দেখেই হেডেন টুইট করেছেন, ‘সতর্ক হও। অস্ট্রেলিয়াকে নিয়ে মজা কোরো না। মনে করে দেখো কার সন্তান বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়েছিল।’
২০০৩ বিশ্বকাপের কথা টেনে এনেছেন হেডেন। সেবার ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সহবাগ রান পেলেও দলকে জেতাতে পারেননি।
আবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে টিম পেইন এবং ঋষভ পন্থ স্লেজিংয়ে জড়িয়ে পড়েছিলেন। অসি অধিনায়ক পেইন খেলা চলাকালীন পন্থের উদ্দেশে বলেছিলেন, ‘তুমি তো ভাল বেবিসিটার। আমার সন্তানদের দেখাশুনা করো। আমি স্ত্রীকে নিয়ে ছবি দেখে আসি।’ জবাবে পন্থ বলেছিলেন ‘চ্যালেঞ্জটা গ্রহণ করলাম।’ এরপর সিডনি টেস্টের আগে ঋষভের কোলে দেখা গিয়েছিল পেইনের মেয়েকে। এটা অবশ্য ছিল পেইনের স্ত্রীর কীর্তি।
আবার একটা ভারত–অস্ট্রেলিয়া সিরিজ। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু দু’ম্যাচের টি২০ সিরিজ। এরপর রয়েছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। বাইশ গজের লড়াইকে আরও উস্কে দিয়েছে এই বিজ্ঞাপনটি। যদিও সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাটি বলেছেন, ‘প্রত্যেক শিশুরই বেবিসিটারের প্রয়োজন হয়।’