আজ বুধবার বঙ্গভবন থেকে রিমোটের মাধ্যমে জিটিএ ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোর্খাদের জন্য এই জিটিএ ভবনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন মমতা। দিল্লীর সফদরজঙে গোর্খাদের জন্য একটি ভবন আছে৷ এ বার দিল্লীর সাকেতে নতুন আরেকটি ভবন তৈরি করা হল৷ জিটিএ ও রাজ্য সরকারের উদ্যোগে এই ভবন ছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
এদিন দুপুরে দিল্লীর যন্তর-মন্তরে আম আদমি পার্টির ধর্নায় যোগ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিটিএ ভবনের শিল্যান্যাস করেন৷ চাণক্যপুরীর নতুন বঙ্গভবন থেকে রিমোট কন্ট্রোলে জিটিএ ভবনের উদ্বোধন করেনন তিনি। সাকেতের জিটিএ ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, জিটিএ-র চেয়ারম্যান বিনয় তামাং, ভাইস চেয়ারম্যান অনীত থাপা, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী প্রমুখ৷
সফদরজঙে জিটিএ-এর আগের ভবনটি ছিল সুবাস ঘিসিংয়ের আমলে তৈরি। এবার মুখ্যমন্ত্রী নিজের চেষ্টায়, জিটিএ-র অন্যান্য কার্যকলাপ সম্পন্ন করার সঙ্গে সঙ্গে এটিও তৈরি করালেন। এই ভবনে গোর্খাদের জন্য কল্যাণমূলক কাজ হবে বলে জানা গেছে। এই ভবন দিল্লীতে বসবাসকারী অনেক গোর্খাকর্মীর যোগাযোগের কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।